জেলা সদর থেকে:
বাংলাদেশের যে কোন জেলা থেকে খুলনার শহরে এসে পৌছাতে হবে। সেই খান থেকে জেল খানার ঘাটে আসতে হবে। ঘাটে এসে খেওয়া পার হয়ে, ইজি বাই/ ভ্যান/ টেম্পু/ বাস/ লেগুনা ইত্যাদি দিয়ে ৬নং মধুপুর ইউনিয়ন পরিষদে আসতে হবে। ভাড়া ১৫-২০ টাকা।
উপজেলা সদর থেকে:
তেরখাদা উপজেলা সদর থেকে সরাসরি (জি বাই/ ভ্যান/ টেম্পু/ বাস/ লেগুনা ইত্যাদি) দিয়ে আব্দুলের মোড় এস নামতে হবে। ভাড়া (৩৫-৪০) টাকা। তারপরে ইজি বাই/ ভ্যান/ টেম্পু/ বাস/ লেগুনা ইত্যাদি দিয়ে ৬নং মধুপুর ইউনিয়ন পরিষদে আসতে হবে। ভাড়া ১৫-২০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস